অশোককুমার মিত্র
অশোককুমার মিত্র (১৯৩৮):জন্ম কলকাতায়। কস্ট একাউন্ট্যান্ট।পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপূর্ণ পদে কাজ করতেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। ছোটদের জন্য দীর্ঘদিন ধরে গল্প-কবিতা-ছড়া-নিবন্ধ লিখছেন। ২০ বছর ধরে ঝালাপালা নামে ছোটদের একটি গল্প বার্ষিকী সম্পাদনা করছেন। তাঁর সম্পাদিত ছোটদের-বড়দের বেশ কিছু সঙ্কলন প্রকাশিত হয়েছে। অনুবাদক হিসাবেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। ছোটদের জন্য তাঁর উল্লেখযোগ্য রচনা বাইসকোপ, বনের মানুষ মনের মানুষ, ছোটদের আরব্য রজনী, ঈশপের গল্পমালা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ছোটদের জন্য অনেক বই সম্পাদনা ও অনুবাদ করেছেন। এজন্যে নানা পুরস্কারে ভূষিতও হয়েছেন।