Filters

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশা ইসলামের গবেষণার ক্ষেত্র নারীর ইতিহাস। একাডেমিক জার্নালসমূহে নারীশিক্ষা বিষয়ে প্রবন্ধ প্রকাশ ছাড়াও যে বইসমূহে নারী এবং শিক্ষা বিষয়ে চ্যাপ্টার লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, দিল্লি থেকে প্রকাশিত, এভ্রিল পাওয়েল ও শিভন ল্যামবার্ট-হারলি সম্পাদিত Rhetoric and Reality: The Colonial Experience (2006); পলগ্রেভ ম্যাকমিলান প্রকাশিত ও মেরি ও-দাউদ ও জুন পারভিস সম্পাদিত A History of the Girl: Formation, Education and Identity (2018)। তিনি International Federation for Research in Women's History এর বাংলাদেশ চ্যাপ্টার এর সম্পাদক এবং বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক। অধ্যাপক আশা ইসলাম বাংলাদেশ ইতিহাস সমিতির ইংরেজি ও বাংলা জার্নাল এবং বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকান স্টাডিজ জার্নালের সম্পাদক।