মানস চৌধুরী
মানস চৌধুরী, জন্ম বরগুনা, ১৯৬৯। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানের অধ্যাপক। এ ছাড়াও নিম্নস্নাতকে পড়িয়েছেন মিডিয়া অধ্যয়ন, সাহিত্য, সংবাদ-আলোকচিত্র, স্থাপত্যবিদ্যা, দর্শন, প্রত্নতত্ত্ব, কম্প্যুটার বিজ্ঞান ইত্যাদি শাস্ত্রের শিক্ষার্থীদের। বিদ্যাজগতে তাঁর সম্পাদিত ও রচিত কিছু গ্রন্থ রয়েছে। ছোটগল্পকার হিসেবেও তিনি কাজ করেন। প্রকাশিত ছয়টি গল্পের বই রয়েছে। অতিথি অধ্যাপক হিসেবে পড়িয়েছেন হিরোশিমা বিশ্ববিদ্যালয় ও দিল্লির দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের প্রথম চিত্রকলার পত্রিকা ডিপার্ট-এর সম্পাদনামণ্ডলির একজন ছিলেন। তর্কমূলক রচনাতে তিনি নানান প্রসঙ্গে নিয়মিতই লিখে থাকেন, তবে তিনি আরও পরিচিত জনপরিসরের বক্তা হিসেবে।