Filters

এম. এ. সাত্তার মণ্ডল

ড. এম. এ. সাত্তার মণ্ডল ১৯৪৯ সালে জন্ম। প্রথম বিভাগে এসএসসি পাশের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি করেছেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ওয়াই কলেজ থেকে পিএইচডি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এগ্রিকালচারাল ইকনোমিক্স-এ বছরাধিক কাল পোস্ট-ডক্টরাল গবেষণা করেন। প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগে অধ্যাপনা ও গবেষণার সাথে যুক্ত রয়েছেন এবং বিভাগীয় প্রধান, অনুষদীয় ডীন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বর্তমানে তিনি একই বিভাগে এমেরিটাস অধ্যাপক। তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি এবং কৃষি, পল্লি প্রতিষ্ঠান ও পানিসম্পদ বিভাগের সদস্য ছিলেন। তাঁর বাংলায় প্রকাশনার মধ্যে রয়েছে: উন্নয়নের গল্প, পথিকৃত অর্থনীতিবিদ (অনূদিত), কৃষকদের উপযোগী প্রযুক্তি পরিকল্পনা (অনূদিত), কৃষি অর্থনীতি, হিমালয়ের ছায়া (কবিতা) ও কৃষি ও গ্রামোন্নয়নের ওপর অসংখ্য প্রবন্ধ ও জনপ্রিয় লেখা। ইংরেজিতে সম্পাদিত বই Changing Rural Economy of Bangladesh, Crop Diversification: Findings from a Field Research Programme (UPL), Irrigation Management for Crop Diversification(UPL) and 80 plus journal articles.