Filters

ফেরদৌসী রহমান

ফেরদৌসী রহমান (১৯৩৭-২০১৮) জন্ম বরিশাল জেলার সুটিয়াকাঠী গ্রামে একটি শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ফেরদৌসী রহমান ‘ইনার হুইল ক্লাব' গুলশান শাখার প্রেসিডেন্ট, ‘হেমন্তিকা’র ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি, এবং ‘ডা. কে. এম. মাকসুদুর রহমান ট্রাস্ট’-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রোজভ্যাল রোটারী ক্লাব গুলশান, গুলশান লেডিস ক্লাব, প্রবীণ হিতৈষী সংঘ ও গুলশান সোসাইটির আজীবন সদস্য ছিলেন। সমাজসেবা, দান, বই পড়া, লেখালেখি, বৃক্ষ পরিচর্যা, ভ্রমণ, রান্না, আপ্যায়ন, সেলাই ইত্যাদি ছিল তাঁর বহুবিধ শখের মাঝে কয়েকটি মাত্র। প্রয়াত ফেরদৌসী রহমানের স্বামী ডা. কে. এম. মাকসুদুর রহমান, পুত্র অ্যাডভোকেট আলতাফুর রহমান ও কন্যা ড. রুবা রহমান। কথা ও স্মৃতি ফেরদৌসী রহমানের একমাত্র প্রকাশিত গ্রন্থ।


Books of the Author