Filters

ফারুক আহমদ

বিলাতে বাঙালির ইতিহাস রচনায় এক পুরোধা লেখক-গবেষক ফারুক আহমদ। জন্ম ১৯৬৪ সালের ২২ জানুয়ারি গোলাপগঞ্জ থানার গোয়াসপুর গ্রামে ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চা ও সাংবাদিকতার সঙ্গে জড়িত। রেডিও বাংলাদেশের অনুমোদিত গীতিকার ও নাট্যকার। লন্ডন থেকে প্রকাশিত মাসিক লন্ডন বিচিত্রা-র প্রধান সম্পাদক ও প্রকাশক ছিলেন। শিক্ষাক্ষেত্রেও রয়েছে তাঁর অসামান্য অবদান। তিনি বর্তমান রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক; গোলাপগঞ্জ কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং গোয়াসপুর কুতুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তাঁর গবেষণামূলক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- বিলাতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতা (২০০২), বিলাতে বাংলার রাজনীতি (২০১২), গোলাপগঞ্জের ইতিহাস (২০১৫), সাপ্তাহিক জনমত: মুক্তিযুদ্ধের অনন্য দলিল (২০১৬), বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চা (২০১৮), Bengali Journals and Journalism in Britain (2000), Bengal Politics in Britain Logic, Dynamics and Disharmony (2010), Bengali Settlement in Britain (2020). ফারুক আহমদ গবেষণামূলক লেখালেখির জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার লাভ করেন। তিনি ১৯৮৯ সাল থেকে লন্ডনবাসী।