Filters

আবু মুনীর ইসমাইল ডেভিডস

একজন ব্যস্ত ধর্মপ্রচারক (দা’য়ি) হিসাবে লেখক আবু মুনীর ইসমাইল ডেভিড্‌স মুসলিম এবং অমুসলিমদের মধ্যে নিয়মিত ধর্মীয় বিষয়ে পাঠদান ও বক্তৃতা করেন। আর হজ যে তাঁর একটি অত্যন্ত প্রিয় বিষয় তা বলার অপেক্ষা রাখে না। ১৯৮৯ সালে নিজের ফরজ হজ সম্পাদনের পর থেকেই সম্ভব সকল উপায়ে হজ সম্পর্কে নিজের অভিজ্ঞতা ও জ্ঞান ‘আল্লাহর অতিথি’-দের মধ্যে ছড়িয়ে দেবার একটি তীব্র ইচ্ছা তাঁর মধ্যে দানা বাঁধতে শুরু করে। এরপর ১৯৯০ সালে আল্লাহ্‌র রহমতে তিনি সৌদি আরবের জেদ্দায় কাজ করার সুযোগ পান। এই বিশেষ সুযোগটি তাঁর সামনে কোরান এবং হাদিসের আলোকে হজের সব বিষয়ে নিজের জ্ঞান সমৃদ্ধ করার দরজা খুলে দেয়। এছাড়া বছরের পর বছর হজযাত্রীদের সান্নিধ্যে এসে তিনি তাদের অভিজ্ঞতা সম্পর্কেও জানার সুযোগ পান। এই সবের সমন্বয়ে তিনি তাঁর পাঠকদের সামনে হজের প্রতিটি বিষয় সম্পর্কে অনন্য বিবরণ এবং অমূল্য উপদেশ হাজির করতে সক্ষম হন। ২০০৫ সালে অস্ট্রেলিয়া ফিরে আসার পর থেকে আল্লাহ্‌র রহমতে তিনি প্রতিবছর অস্ট্রেলীয় হজযাত্রীদের হজ বিষয়ে নির্দেশনা দেবার সুযোগ পেয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলীয় হজযাত্রীদের অনেকটা সময় দিচ্ছেন এবং অস্ট্রেলীয় মুসলিমদের সহায়তা করার উদ্দেশ্যে মুসলিম প্রতিষ্ঠানের নেয়া নানা প্রকল্পের সাথে কাজ করছেন। এছাড়া হজ বিষয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে, বিশেষ করে, লন্ডন ও মালয়েশিয়াতে, পরিচালিত দিনব্যাপী সেমিনারের জন্যেও তিনি সমধিক পরিচিত।