Filters

আহমদ রফিক

আহমদ রফিক প্রাবন্ধিক, কবি, কলামিস্ট আহমদ রফিক (জন্ম ১৯২৯ খ্রি.) ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সংস্কৃতি চর্চা এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। একাধিক সাহিত্য ও বিজ্ঞান পত্রিকার সম্পদনা-প্রকাশনার সঙ্গে যুক্ত আহমদ রফিক রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা-সভাপতি, বাংলা একাডেমীর ফেলো ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য এবং একুশে চেতনা পরিষদের সভাপ্তি। তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: শিল্প সংস্কৃতি জীবন; আরেক কালান্তরে রবীন্দ্রনাথ; রবীন্দ্রভুবনে পতিসর; রবীন্দ্রনাথের চিত্রশিল্প; রবীন্দ্রসাহিত্যের নায়িকারা: দ্রোহে ও সমর্পণে; ভাষা-আন্দোলন: ইতিহাস ও তাৎপর্য; পথ চলতে যা দেখেছি; বিষ্ণু দে: কবি ও কবিতা ইত্যাদি। তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা দশ। তিনি সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমী, অলক্ত, অগ্রণী ব্যাংক সাহিত্যপুরস্কার এবং রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক পেয়েছেন। আর কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন 'রবীন্দ্রতত্ত্বাচার্য' সম্মাননা উপাধি।