Filters

ড. মেহতাব খানম

মেহতাব খানম (পিএইচডি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। তিনি মূলত স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে পাঠদান করেন। ট্রানজাকশনাল অ্যানালিসিস এবং নিউরো-লিঙ্গুস্টিক প্রোগ্রামিং-এ প্রশিক্ষণ ও সনদপ্রাপ্ত এই লেখক কাউন্সেলিং সাইকোলজি বা সাইকোথেরাপি বিষয়ে দেশে ও দেশের বাইরে নানাবিধ কোর্স এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ড. খানম আইন ও সালিশ কেন্দ্রের একজন কনসালট্যান্ট কাউন্সেলর ও নর্থ-সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রাথমিক শিশুদের জন্য শিক্ষামূলক টেলিভিশন অনুষ্ঠান ‘সিসিমপুর'-এর জন্য চলমান গবেষণাকর্ম ও বিষয়বস্তুগত বিবেচনার ব্যাপারটি তত্ত্বাবধান করে থাকেন। তিনি মানসিক স্বাস্থ্য বিষয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় নিয়মিত কলাম লেখেন এবং পাঠকদের প্রশ্নের উত্তর দেন। এছাড়াও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন টেলিভিশন মাধ্যমে আয়োজিত ‘টক-শো'তে অংশগ্রহণ করেন।