Filters

ভীষ্ম সাহনি

ভীষ্ম সাহনি (১৯১৫-২০০৩) হিন্দী লেখক, অনুবাদক, নাট্যকার, অভিনেতা। তিনি রাওয়ালপিন্ডিতে (বর্তমানে পাকিস্তান) ধর্মনিষ্ঠ এক আর্য সমাজ পরিবারে জন্মগ্রহণ করেন। স্থানীয় স্কুলে শিক্ষা সমাপ্তি করে তিনি লাহোর গভর্নমেন্ট কলেজে ভর্তি হন। ইংরেজি সাহিত্যে এম. এ. ডিগ্রী লাভ করার পর তিনি রাওয়ালপিন্ডিতে তাঁর পিতার আমদানি ব্যবসায়ে যুক্ত হন। কিন্তু এ কাজ ভালো না লাগায় তিনি স্থানীয় একটি কলেজে শিক্ষক হিসাবে যোগ দেন। একই সঙ্গে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে রাজনীতিতে জড়িয়ে পড়েন। চল্লিশ দশকের শেষে তিনি মুম্বাই তে তাঁর ভাই বলরাজ সাহনির সাথে ইন্ডিয়ান পিপলস থিয়েটার এসোসিয়েশনে কাজ করেন। পরে তিনি প্রগ্রেসিভ রাইটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং নাট্যশিল্পী সফদার হাশমির স্মরণে প্রতিষ্ঠিত ‘সহমত’-এর চেয়ারম্যান হন। বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষে তিনি এ সংগঠনটি গড়ে তোলেন। দেশবিভাগের (১৯৪৭) পর তাঁর পরিবার ভারতে চলে আসে। ভীষ্ম সাহনি দিল্লিতে বসবাস শুরু করেন এবং দিল্লি ইউনিভার্সিটি কলেজে শিক্ষক হিসাবে যোগ দেন। তাঁর প্রথম ছোটগল্পের সংকলন ভাগ্যরেখা প্রকাশিত হয় ১৯৫৩ সালে। ১৯৫৭ সালে তিনি মস্কো যান এবং ফরেন ল্যাংগুয়েজ পাবলিশিং হাউজে অনুবাদক হিসেবে কাজ করেন। তিনি প্রায় সাত বছর এ কাজে নিয়োজিত ছিলেন। ওই সময় তিনি রাশিয়ান ভাষায় লিখিত পঁচিশখানি গ্রন্থ (টলস্টয়ের রিজারেকশনসহ) হিন্দিতে অনুবাদ করেন। ১৯৬৩ সালে দেশে ফিরে আসার পর তিনি দিল্লিতে পুনরায় শিক্ষকতা পেশায় যুক্ত হন। ভীষ্ম সাহনি দু’বছর (১৯৬৫-১৯৬৭) নাই কাহানিয়া (Nai Kahaniyan) নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। অতঃপর তিনি তাঁর যুবক বয়সের অভিজ্ঞতার ভিত্তিতে তমস উপন্যাস লিখতে শুরু করেন। হিন্দী ভাষায় লিখিত এ উপন্যাসখানি ১৯৭৪ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের জন্য তিনি ১৯৭৫ সালে ‘সাহিত্য একাডেমী পুরস্কার’ লাভ করেন। সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৯৮ সালে তিনি ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত হন এবং ২০০২ সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘সাহিত্য একাডেমী ফেলোশিপ’ লাভ করেন। এছাড়া তিনি ১৯৭৯ সালে ‘শিরোমণি লেখক পুরস্কার’, তমস-এর জন্য ১৯৭৫ সালে ‘উত্তর প্রদেশ সরকার পুরস্কার’, ১৯৮১ সালে আফ্রো-এশিয়ান রাইটার্স এসোসিয়েশন এর কাছ থেকে ‘লোটাস অ্যাওয়ার্ড’ এবং ১৯৮৩ সালে ‘সোভিয়েত ল্যান্ড নেহরু অ্যাওয়ার্ড’ লাভ করেন। তিনি নাটকের জন্যও দেশি-বিদেশি পুরস্কার লাভ করেন। ভীষ্ম সাহনির উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে পাঁচটি উপন্যাস, ছোটগল্পের নয়টি সংকলন এবং তিনটি নাটক। তিনি তাঁর ভাই অভিনেতা ও লেখক বলরাজ সাহনির জীবনীগ্রন্থ বলরাজ মাই ব্রাদার লেখেন। তাঁর অনেক গ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। মৃত্যুর কয়েকমাস পূর্বে তাঁর আত্মজীবনী আজ কে অতীত (Aaj Ke Ateet) প্রকাশিত হয়।


Books of the Author

300.00 ৳ 225.00 ৳ 225.0 BDT