Filters

বাসন্তী গুহঠাকুরতা

বাসন্তী গুহঠাকুরতা (জন্ম: ১৯২২; মৃত্যু: ১৯৯৩) ১৯৩৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে নারায়ণগঞ্জের মর্গান বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। তিনি ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম. এ. ডিগ্রী লাভ করেন। ১৯৪৩ সালে বি.টি. পাস করার পর তিনি শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি শিক্ষাদানে ডিপ্লোমা লাভ করেন এবং ১৯৪৪-১৯৮৭ সালে এই সুদীর্ঘ সময় গেন্ডারিয়া মনিজা রহমান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ১৯৬৪-১৯৬৬ সাল পর্যন্ত লন্ডনে অবস্থিত Tower Hamlets Secondary School for Girls - এ শিক্ষকতা করেছেন। পাঠ্যপুস্তকসহ তাঁর নানা ধরনের লেখা রয়েছে। ইউপিএল থেকে তার শৈশবের সৃতিকথা, কালের ভেলায় ১৯৯৪ সালে প্রকাশিত হয়। নারী শিক্ষার প্রসারে তার সুদীর্ঘ ও গৌরবময় অবদানের জন্য তাকে "কাজী মাহবুব উল্লাহ পুরস্কার ১৯৯১" প্রদান করা হয়। গেন্ডারিয়া মহিলা সমিতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ ইতিহাস পরিষদও তাঁর বিভিন্ন সমাজসেবা ও সাহিত্যকর্মের স্বীকৃতি দিয়েছে।


Books of the Author