ইমতিয়ার শামীম
ইমতিয়ার শামীম জন্ম: ০২ ফাল্গুন ১৩৭১ (পুরনো ক্যালেন্ডার), ১৩ ফেব্রুয়ারি ১৯৬৫। আজকের কাগজে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবনের শুরু ১৯৯১ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজবিজ্ঞানে এমএমএস পাস করেন। বর্তমানে তিনি সস্ত্রীক সাময়িকভাবে লন্ডনে অবস্থান করেছেন। প্রথম উপন্যাস ডানাকাটা হিমের ভেতর (১৯৯৬)-এর পাণ্ডুলিপি পড়ে আহমদ ছাফা দৈনিক বাংলাবাজারে তাঁর নিয়মিত কলামে লিখেছিলেন, "একদম আলাদা, নতুন ...আমাদের মতো বুড়োহাবড়া লেখকদের মধ্যে যা কস্মিনকালেও ছিল না।" এ পর্যন্ত লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা—উপন্যাস ৪টি, গল্প ৫টি, এবং প্রবন্ধ ২টি।