সাইয়েদ আবদুল হাই
সাইয়েদ আবদুল হাই (জন্ম: ১৯১৯, মৃত্যু: ১৯৯৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও শিক্ষক ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় বাংলাদেশের একজন খ্যাতিমান দার্শনিক ও সাহিত্যিক হিসাবে প্রশংসিত হন। দর্শনের মত কঠিন বিষয়কে সরল ভাষায় উপস্থাপনা করার মুন্সিয়ানার জন্য তিনি অত্যন্ত পরিচিত ছিলেন। লেখকের রচিত উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থ: যুক্তিবিদ্যা পরিচিতি (আরোহ); যুক্তিবিদ্যা পরিচিতি (অবরোহ); Muslim Philosophy; মুসলিম ভাবধারা; কান্টের নীতিশাস্ত্র; যুদ্ধ ও শান্তি; দর্শন ও মনোবিদ্যা পরিভাষাকোষ- প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং মুসলিম দর্শন।