Filters

রুশিদান ইসলাম

রুশিদান ইসলাম রহমান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর প্রাক্তন গবেষণা পরিচালক। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। শিক্ষকতা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। বর্তমানে সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট রিসার্চের এক্সিকিউটিভ চেয়ারপারসন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মানসহ), যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে এমএ এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, বেকারত্ব ও কৃষি উন্নয়ন বিষয়ে তাঁর রচিত গবেষণা প্রবন্ধসমূহ এবং গ্রন্থাবলী বহুল পঠিত।