আবু তাহের মজুমদার
মোঃ আবু তাহের মজুমদার (জন্ম: ১৯৪০) প্রধানত একজন শিক্ষাবিদ, গবেষক, প্রবন্ধকার, অনুবাদক এবং সমালোচক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বি.এ. অনার্স (১৯৬০) এবং এম.এ. (১৯৬২) ডিগ্রি এবং ১৯৭২ সালে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকেও গবেষণার মাধ্যমে এম.এ. ডিগ্রি অর্জন করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে কমন্ওয়েলথ্ একাডেমিক স্টাফ ফেলো হিসেবে (১৯৭৮-৭৯) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অন্তর্গত জ্যাকসনভিলে অবস্থিত ইউনিভার্সিটি অব নর্থ ফ্লোরিডায় সিনিয়র ফুলব্রাইট রিসার্চ ফেলো হিসেবে (১৯৯০-৯১) গবেষণা করেছেন। বিভিন্ন বেসরকারী এবং সরকারী কলেজে শিক্ষকতার পর ১৯৭৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করে ১৯৮৫ সাল থেকে আজ অবধি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।