Filters

আব্দুল মান্নান খান

আব্দুল মান্নান খান (জ.১৯৪৯)-এর জন্ম যশোর জেলার বাঘারপাড়া থানার অন্তর্গত পাঠান পাইকপাড়া গ্রামে। ঝিনাইদহ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকায় আসেন ও ১৯৭২ সালে ঢাকার মতিঝিল টিএন্ডটি নাইট কলেজ থেকে ডিগ্রি পাশ করেন। ১৯৭৩ সালে তকালীন এজিবি (সিভিল) অফিসে তিনি অডিটর পদে যোগদান করেন। পরে ১৯৭৮ সালে তৎকালীন জনশিক্ষা পরিচালকের অধীনে সহকারী হিসাব রক্ষণ অফিসার পদে যোগ দেন। বর্তমানে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষা অফিসার হিসাবে কর্মরত।