Filters

আলফ্রেড গিয়োম

লন্ডন বিশ্ববিদ্যালয়ে নিকট ও মধ্যপ্রচ্যের আরবী ও আফ্রিকান পাঠ বিষয়ক বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলেন। পরবর্তীকালে প্রাচ্য সাহিত্যের পরিবর্তে তিনি আরবী ভাষাতে অধ্যাপনা করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে তিনি কায়রোতে আরবী ভাষা দপ্তরেও কাজ করেছেন। গিয়োমকৃত ইসলামের ক্রমধারা বিষয়ক নিবন্ধের অনুপঙ্খ ও গবেষণামূলক রচনাগুলি বিভিন্ন ভাষাতে অনূদিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাঁকে ভ্রাম্যমাণ অধ্যাপক পদে কায়রো বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে অনুরোধ করা হয়।


Books of the Author