মিসবাহউদ্দিন খান
লেখক মিসবাহউদ্দিন খানের জন্ম ১৯২৯ সালে চাঁদপুরে। ১৯৪৯ সালে ইতিহাসে স্নাতক সম্মান এবং ১৯৫০ সালে মাস্টার্স ডিগ্রী প্রাপ্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৫৬ সালে তিনি চট্টগ্রাম বন্দরে যোগদান করেন এবং ১৯৮৬ সালে ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে অবসর গ্রহণ করেন। কর্মরত অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট ইউনিভার্সিটিতে ব্যবস্থাপনা অধ্যয়ন করেন এবং কর্মসূত্রে বহু দেশ ভ্রমণ করেন। ব্যবস্থাপনা সম্পর্কে তাঁর গ্রন্থ 'তত্ত্বাবধায়ন ও তত্ত্বাবধায়ক, প্রত্যভিযোজন, ব্যবস্থাপনায় পত্রালাপ ও ডাক চালনা' সংশ্লিষ্ট মহল কর্তৃক উচ্চ প্রশংসিত। মিসবাহউদ্দিন খান ১২ খণ্ডে চট্টগ্রাম বন্দরের দলিলপত্র গ্রন্থনা ও সম্পাদনা করেছেন যা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক উচ্চ প্রশংসিত। মিসবাহউদ্দিন খান ১২ খণ্ডে চট্টগ্রাম বন্দরের দলিলপত্র গ্রন্থনা ও সম্পাদনা করেছেন যা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হচ্ছে। তাঁর 'হিস্ট্রি অব দি পোর্ট অব চিটাগাং' এর বৃহদায়তন দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে ১৯৯৩ সালে। ১৯৯১ সালে তিনি পঞ্চম জাতীয় সংসদের সদস্য হিসেবে কচুয়া থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং ১৯৯৪ সালে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেন। সংসদে থাকাকালীন বিভিন্ন সংসদীয় কমিটিতে তিনি একজন দক্ষ প্রশাসক ও আদর্শের প্রতি নিবেদিত সমাজ সচেতন সাংসদ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।"