Filters

শামসুল আলম সাঈদ

ড. শামসুল আলম সাইদ, জন্ম ১৩৪৬ বঙ্গাব্দ, চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি. এ. অনার্স (১৯৬৩), এম. এ. (১৯৬৪) এবং বিশ্বভারতী শান্তি নিকেতন থেকে ‘মূল্যবোধ ও বাংলা উপন্যাস’ - এ গবেষণার জন্য পি. এইচ. ডি. ডিগ্রি লাভ করেন ১৯৮৪ সালে। অধ্যাপনা তাঁর পেশা এবং সাহিত্য-চিন্তা ও শব্দ-ভাবনা হচ্ছে তাঁর অন্যতম আন্তরিক আকর্ষণ। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের মানস সম্পদ, একাত্তরের জীবনযুদ্ধ, মুক্তিযুদ্ধের মুখ চট্টগ্রাম, নিতুই অরণ্য সুরী, বাঙালি জীবনে একুশ ইত্যাদি।