আনিসুর রহমান
আনিসুর রহমান আজীবন অবসর সময়ে রবীন্দ্রসঙ্গীত চর্চা করে এসেছেন। ষাটের দশকে তিনি ঢাকায় ‘ঐকাতন’ সঙ্গীতগোষ্ঠীর একজন পরিচালক ছিলেন। পরবর্তীকালে বিভিন্ন সময়ে তিনি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে রবীন্দ্রসঙ্গীতে শিক্ষকতা করেন। দীর্ঘকাল বিদেশে (জেনেভা) থাকাকালীন তিনি সেখানকার বাঙালি ও অবাঙালি সঙ্গীত পিয়াসুদের নিয়ে নিয়মিত রবীন্দ্রসঙ্গীতে শিক্ষাদান ও অনুষ্ঠান পরিচালনা করেন। দেশে প্রত্যাবর্তনের পর ১৯৯৩-৯৪ সময়কালে তিনি বাংলাদেশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের একজন সহসভাপতি ছিলেন। সঙ্গীতের ওপর লেখকের পূর্বকার দুটি লেখা: “রবীন্দ্রসঙ্গীত ও তার সৃষ্টিশীল চর্চা” (প্রতিক্ষণ, কলকাতা, মে ১৯৯৩); “A Bond of Melody” (The Daily Star, ৭ই মে ১৯৯৩, রবীন্দ্রনাথের ১৯টি গানের ইংরেজী অনুবাদ)