ঊর্মি রহমান
ঊর্মি রহমান সাংবাদিক ও লেখক। শৈশব কেটেছে ফরেস্ট অফিসার বাবার সঙ্গে, সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামে। লেখাপড়া ঢাকা, খুলনা ও চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেবার পর ১৯৭৪ সালে সাংবাদিকতায় যোগ দেন। ইউনেস্কো ফেলোশিপে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং ফিলিপাইনের প্রেস ফাউন্ডেশন অফ এশিয়ায় প্রশিক্ষণ পেয়েছেন। ঢাকায় দৈনিক সংবাদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, উইকলি হলিডে, সাপ্তাহিক বিচিত্রায় কাজ করেছেন। ১৯৮৫ সালে লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস-এর বাংলা বিভাগে প্রযোজক-সম্প্রচারক হিসেবে যোগ দেন। ব্রিটিশ সরকারের অধীনে ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। তাঁর অনূদিত বই: ইভলিন রীড রচিত নারী মুক্তির প্রশ্নে, রোল্ড ডালের গল্প, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের গল্প, ছোটোদের ক্লাসিক গল্প; প্রকাশিত বই: পাশ্চাত্যে নারী আন্দোলন, বিলেতে বাঙালি: সংগ্রাম ও সাফল্যের কাহিনী, আত্মকথনে সময় ও সৃজনকথা, যুদ্ধাপরাধ দেশে দেশে, B is for Bangladesh, Bangladesh - Culture Smart!: The Essential Guide to Customs & Culture। ঊর্মি রহমান কলকাতায় বসবাস করছেন।