Filters

ফ্রান্সিস বুকানন

ফ্রান্সিস বুকানন উপনিবেশকালের ইতিহাস বিষয়ে আমাদের জ্ঞানের অন্যতম সুবিদিত উৎস। এডিনবরায় চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের পূর্বে তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৮ শতকের শেষভাগে এশিয়া এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পরিভ্রমণ করেন এবং চিকিৎসক ও উদ্ভিদতত্ত্বে নানামূখী ভূমিকা রাখেন। ১৭৯৯ সালে টিপু সুলতানের পতনের পর দক্ষিণ ভারত জরিপের আদেশ পান তিনি, যার ফলাস্বরূপ ১৮০৭ সালে প্রকাশিত হয় ‘আ জার্নি ফ্রম মাদ্রাজ থ্রু দ্য কান্ট্রিজ অফ মাইসোর’, ‘কানাড়া অ্যান্ড মালাবার’। সেবছরই উত্তরবঙ্গ এবং বিহারে বিস্তারিত পরিসংখ্যান জরিপের কাজ শুরু করেন। ১৮২৯ সালে মৃত্যুর আগপর্যন্ত ভারত বিষয়ে তাঁর বিভিন্ন কাজ প্রকাশিত হলেও, দক্ষিণ-পূর্ব বাংলার ভ্রমণবৃত্তান্তটি অপ্রকাশিত রয়ে যায়। ডাচ নৃবিজ্ঞানী অধ্যাপক সেন্দেল মূল পাণ্ডুলিপিটি সম্পাদনা করেন, যা ১৯৯২ সালে ইউপিএল সংস্করণ হিসেবে প্রকাশিত হয়।


Books of the Author