রঞ্জন সাহা পার্থ
রঞ্জন সাহা পার্থ (পিএইচডি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জাপানের টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে ভিজিটিং প্রফেসর এবং দেশে ও বিদেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবরেটিভ গবেষক হিসেবে যুক্ত রয়েছেন। তার গবেষণা আগ্রহের বিষয়: গ্রামীণ রূপান্তর, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, রোহিঙ্গা শরণার্থী এবং গ্রামীণ পর্যটন। আন্তর্জাতিক অ্যাকাডেমিক জার্নাল ও গবেষণাগ্রন্থে তার ত্রিশটির বেশি প্রবন্ধ ও অধ্যায় প্রকাশিত হয়েছে। এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাইকাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষক ও পরামর্শক হিসেবে কর্মরত থেকেছেন।