Filters

কিশওয়ার নাহীদ

কিশওয়ার নাহীদ (জন্ম ১৯৪০) পাকিস্তানের নারীবাদী উর্দু কবি ও অ্যাক্টিভিস্ট। আজীবন লড়াকু এই কবি তাঁর কবিতা ও রাজনৈতিক ভূমিকার জন্য বহুবার রাষ্ট্রের হাতে নিগৃহীত হয়েছেন। বিশেষ করে সামরিক স্বৈরশাসক জেনারেল জিয়াউল হকের শাসনের সময় তাঁর পুত্রদ্বয়কে মায়ের লেখার কারণে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলিতে আকৈশোর মিছিলের অগ্রভাগের মানুষ তিনি। গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে কিশওয়ার সর্বদাই আপসহীন। তাঁর কবিতার বিষয় নারীর পরাধীনতা, নারী, যৌনতা, অবদমন, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি ও যুদ্ধ। তাঁর কবিতা ‘হম গুনহগার ঔরতেঁ’ (আমরা পাপী নারী) এবং আত্মজীবনী বুরী ঔরত কী কথা (মন্দ মেয়ের কথা) নারীর প্রতিবাদের নতুন ভাষা নির্মাণ করেছে। বর্তমান গ্রন্থে সংকলিত কিশওয়ার নাহীদের কবিতাগুলো মূল উর্দু থেকে অনূদিত।