মোহসীন উল হাকিম
মোহসীন উল হাকিম সাংবাদিকতায় পদচারণা ২০০০ সাল থেকে। বর্তমানে কাজ করছেন যমুনা টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে, এর আগে যুক্ত ছিলেন চ্যানেল আই, এটিএন বাংলা, দেশ টিভি, এটিএন নিউজ, চ্যানেল২৪-এর সাথে। মূলত রাজনৈতিক প্রতিবেদক হলেও প্রান্তিক মানুষ নিয়ে কাজ করে আসছেন শুরু থেকেই। দূর দূরান্তের জনগোষ্ঠীর জীবনগাঁথা তুলে এনেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। সুন্দরবনে কাজ করছেন ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত। এছাড়া তার উল্লেখযোগ্য কাজ রয়েছে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত, বাংলাদেশ-ভারত সীমান্ত, অভিন্ন নদী, ছিটমহল এবং দুর্গম চরের মানুষদের নিয়ে। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছেন। শৈশবে নওগাঁর কেভি স্কুলেও পড়েছেন। বাবা বীর মুক্তিযাদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর মো. আব্দুল হাকিম (অব.), মা সাহারা হাকিম। সহধর্মিণী নাজ সুলতানা পেশায় একজন স্কুল শিক্ষক। প্রায় দুই যুগের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে তিনি নিয়মিত কলামও লিখছেন। মোহসীন উল হাকিমের লিখা প্রথম বই ‘সুন্দরবনের জলদস্যুদের জীবনে ফেরার গল্প।