Filters

বি. এ. ওয়াহিদ নিউটন

বি, এ, ওয়াহিদ নিউটন বাংলাদেশে ICT4D এবং ICT in Education সেক্টরে একজন পরিচিত মুখ। কস্পিউটার প্রযুক্তি ব্যবহার করে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামুখী উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে রয়েছে ১৫ বছরের অভিজ্ঞতা। দেশব্যপী কম্পিউটার শিক্ষায় দক্ষ জনবল তৈরিতেও নিয়েছেন নানা সফল উদ্যেগ ও দিয়েছেন বাস্তবায়নে নেতৃত্ব। এছাড়াও সরকারি-বেসরকারি উদ্যোগে শিক্ষায় আইসিটি ফ্রেমওর্য়াক, পলিসি প্রণয়ন, ডিজিটাল কন্টেন্ট ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন কমিটি ও ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কস্পিউটার বিজ্ঞানে স্নাতক ও এমবিএ ডিগ্রিধারী জনাব নিউটন একজন মাইক্রোসফ্ট ও ওরাকল সার্টিফাইড প্রফেশনাল। "