এম নজরুল ইসলাম
এম নজরুল ইসলাম বর্তমানে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির প্রধান হিসেবে কর্মরত আছেন। বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে রোহিঙ্গা শিশুদের জন্য মিয়ানমারের ভাষায় পাঠ্যক্রম ভিত্তিক মৌলিক শিক্ষা প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত। ৩০ বছরের অধিক সময় যাবৎ তিনি বিভিন্ন শিক্ষাকার্যক্রমে অবদান রেখে চলেছেন। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে ব্র্যাকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসাবে ফিলিপাইনে কর্মরত ছিলেন। ইউনির্ভাসিটি অব সিডনি, অস্ট্রেলিয়া থেকে শিক্ষা ব্যবস্থাপনা ও নেতৃত্বের উপর ডিগ্রিপ্রাপ্ত এবং ইউনিভার্সিটি অব সাউথ-ইর্ষ্টান ফিলিপাইন থেকে শিক্ষার উপর তিনি ডক্টরটে ডিগ্রি অর্জন করেন।