প্রফুল্ল চন্দ্র বর্মন
প্রফুল্ল চন্দ্র বর্মন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্য থেকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় ডিপ্লোমা এবং বাংলাদেশ থেকে এনজিও নেতৃত্ব এবং ব্যবস্থাপনা বিষয়ে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৭ সালে ব্র্যাকে যোগদান করে অদ্যবধি শিক্ষা কর্মসূচিতে কর্মসূচি প্রধান হিসেবে কর্মরত আছেন। এই দীর্ঘ কর্মজীবনে তিনি শিশু-কিশোরদের বিকাশ ও শিখন, কর্মসূচি উন্নয়ন, ব্যবস্থাপনা নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি অনেক দেশে শিক্ষা এবং শিখন উন্নয়নের ধারণা ও অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ প্রদান, কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কাজ করেন।