Filters

রফিকুল হুদা চৌধুরী

রফিকুল হুদা চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের Johns Hopkins University থেকে Demography and Behavioural Science-এ যথাক্রমে মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তিনি ইস্ট ও ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন। জুলাই ১৯৮৪ থেকে জুন ২০০৪ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের (UN) বিভিন্ন এজেন্সিতে চীফ টেকনিক্যাল এডভাইজার (প্রধান কারিগ্রি উপদেষ্টা) এবং রিজিওনাল এডভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের Harvard University, Massachusetts Institute of Technology, Brown University, Boston University of Sussex-এর Institute of Development Studies (IDS)-এর ফেলো ছিলেন। বাংলাদেশেও তিনি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে গবেষক ও পরিচালক পদে কর্মরত ছিলেন। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (Bangladesh Institute of Development Studies)-এর রিসার্চ ডিরেক্টর পদ উল্লেখযোগ্য। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম এনজিও গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষণা বিভাগে অবৈতনিক উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত রয়েছেন। তিনি নেপালের কাঠমান্ডুর Tribhuvan University-তেও অনারারি প্রফেসর হিসেবে যুক্ত আছেন। রফিকুল হুদা চৌধুরী বাংলাদেশ, ভুটান, ইথিওপিয়া, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলংকার ওপর জনসংখ্যা এবং উন্নয়ন সংশ্লিষ্ট বহু প্রবন্ধাদির প্রণেতা।