Filters

আকবর আলি খান (জন্ম ১৯৪৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ১৯৬৪ সালে বি. এ. অনার্স ও ১৯৬৫ সালে এম. এ. কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৭৭ সালে এম. এ. এবং ১৯৭৯ সালে পিএইচ. ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালে মুজিবনগরে অস্থায়ী সরকারের প্রতিরক্ষা বিভাগের উপসচিব পদে নিয়োজিত ছিলেন। প্রেষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে এবং বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালকমণ্ডলীর সদস্য হিসাবে প্রায় পাঁচ বছর শিক্ষকতা ও চার বছর ধরে (১৯৮৭-১৯৯১) মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের অর্থনৈতিক মিনিস্টার হিসাবে কূটনৈতিক দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব ও কেবিনেট সচিব, বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা-এর দায়িত্ব পালন করেন এবং রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যানরূপে দায়িত্বে ছিলেন। তাঁর বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধ দেশী ও বিদেশী গবেষণামূলক জার্নালে প্রকাশিত হয়েছে। ১৯৮২ সালে তাঁর গ্রন্থ Some Aspects of Peasant Behaviour in Bengal: A Neo-classical Analysis এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হয়। ১৯৯৬ সালে ইউপিএল তাঁর লেখা Discovery of Bangladesh প্রকাশ করে। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ উক্ত বইটিকে বাংলাদেশে মানবিকবিদ্যা ও কলাবিভাগে শ্রেষ্ঠ গবেষণামূলক গ্রন্থ হিসাবে ১৯৯৮ সালের বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক প্রদান করে।