Filters

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও গবেষক মুনতাসীর মামুন, পিএইচ.ডি. (জ. ১৯৫১) লেখালেখির জগতে সুপরিচিত তাঁর বিশ্লেষণাত্মক অথচ প্রাঞ্জল রচনার জন্য। সমাজ-গবেষণার যখন যে বিষয়টি তিনি সম্পাদন করেছেন, তাই পেয়েছে পৃথক ও ব্যতিক্রমী মাত্রা। যে-কোনো নিরস বিষয় তাঁর লেখার জন্য হয়ে ওঠে বাঙ্গময়। একক ও যৌথভাবে প্রবন্ধ-গবেষণা বিষয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অধিক। সাহিত্যের অন্যান্য শাখাতেও আছে পঞ্চাশের অধিক গ্রন্থ। সংবাদপত্রে সাহসী কলাম লেখক হিসাবেও তাঁর খ্যাতি সমাধিক। লেখক বাংলা একাডেমি পুরষ্কারে ভূষিত হয়েছেন (১৯৯২)।