Filters

মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার, জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ৩ মে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন কালিকাপুর গ্রামে। পিতা মো. আব্দুল আলী তালুকদার এবং মাতা সৈয়দুন্নেছা খানম। তাঁর প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের পড়াশোনা কালিকাপুরে। উচ্চ শিক্ষা বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ থেকে। সায়েদুর রহমান তালুকদারের গবেষণাগ্রন্থ বাংলাদেশের হাওর, হবিগঞ্জ জেলার ইতিহাস, প্রসঙ্গ: মুক্তিযুদ্ধে হবিগঞ্জ, ব্রিটিশ ভারতে হবিগঞ্জ, মুক্তিযুদ্ধে মাধবপুর, বঙ্গবন্ধু ও সিলেট, হাওর: স্বরূপ ও সমস্যা ইতোমধ্যে পাঠকমহলে সাড়া জাগিয়েছে। এশিয়াটিক সোসাইটির অধীন ‘Encyclopedia of Bangladesh War of Liberation’ প্রকল্পের গবেষক এবং হবিগঞ্জ জেলার সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। ইতিহাস একাডেমি ঢাকার তিনি আজীবন সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি একজন সমাজকর্মী। ঢাকায় সিলেট বিভাগভিত্তিক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন। মাধবপুর উপজেলা সমিতি, ঢাকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদে তিনি প্রথমে সাহিত্য সম্পাদক ও শেষে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।