- Shop
- Language, Life & Literature
- সিকস্তি
সিকস্তি
https://uplbooks.com/shop/9840501763-10656 https://uplbooks.com/web/image/product.template/10656/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
সিকস্তি মানে ভাঙ্গন, নদীর ভাঙ্গন, উপকূলের পরিবর্তন। নদীর পাড় ভাঙ্গে আবার অন্যস্থানে জেগে ওঠে। মালিকানা নিয়ে কলহ, সংঘর্ষ এখানে নিত্য-নৈমিত্তিকের ঘটনা। প্রভাবশালী চক্রের সাথে এখানে যুক্ত হয় প্রশাসনের হাত। দরিদ্র ভূমিহীন বঞ্চিত হয় অন্যভাবেও – জমি জরিপে, খাস জমি বন্দোবস্তে। ক্ষমতার বলয়ে নানা অভিসন্ধির কূটচালে বিপন্ন হয় তাদের স্বার্থ, বিনষ্ট হয় জীবন। সিকস্তি বৃহৎ অর্থে সমাজের চারিদিকের ভাঙ্গন। শিক্ষায় সন্ত্রাস, রাজনীতিতে অস্থিরতা, মানবিক সম্পর্কের অবনতি, ন্যায়-নীতির বিপর্যয়, সুস্থ মূল্যবোধের অবক্ষয় এই ভাঙ্গনেরই নানা মাত্রা। গ্রামীণ পটভূমি এই উপন্যাসের মূল হলেও শহর এসেছে গ্রামের বিপরীতে ভিন্ন শক্তির প্রতিভূ হিসাবে। গ্রাম আর নগরের টানা পোড়েনে এগিয়েছে কাহিনী – সম্পূর্ণতা পেয়েছে চরিত্রেরা। পরিচিত অনেক সমস্যা উপস্থাপিত হয়েছে নতুন আঙ্গিকে। কেবল স্থান ও কালের প্রথাসিদ্ধ রীতিকে ভেঙ্গে নয়, পাত্র-পাত্রীকে একই সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যতে উপস্থাপিত করে প্লট চক্রাকারে আবর্তিত হয়েছে। জীবন আর মৃত্যুর দেয়াল সরে সরে গিয়ে সৃষ্টি হয়েছে অতিপ্রাকৃতের আবহ। আমাদের সমকালীন কথাসাহিত্যে পরীক্ষা-নিরীক্ষায় লেখকের আরো একটি সফল সংযোজন সিকস্তি।
হাসনাত আব্দুল হাই
হাসনাত আবদুল হাই (জন্ম: ১৯৩৯) ঢাকা, ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে লেখাপড়া করেন। অধ্যাপনা দিয়ে চাকরি জীবন শুরু। তারপর সিভিল সার্ভিস থেকে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেন ও ১৯৯৯ সালে বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসর লাভ করেন। প্রকাশিত গল্প গ্রন্থের সংখ্যা চার, উপন্যাস বাইশ, ভ্রমণ কাহিনী ছয় এবং প্রবন্ধ দুই। তিনি মূলত ঔপন্যাসিক ও ভ্রমণ কাহিনীকার হিসাবে খ্যাতি অর্জন করেন। প্রাপ্ত পুরস্কারের মধ্যে রয়েছে: বাংলা একাডেমী, অলক্ত সাহিত্য, আচার্য্য জগদীশ চন্দ্র, মাওলানা আকরাম খাঁ, শিল্পাচার্য্য জয়নুল আবেদীন, এস এম সুলতান, ড. ইব্রাহিম স্মৃতি এবং শেরেবাংলা পুরস্কার। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে 'একুশে পদক' লাভ করেন। তাঁর লেখা উপন্যাস সুলতান ডাবলিন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়।