Filters

দেবব্রত রেজ

দেবব্রত রেজ (১৯১৭-১৯৮৬) জীবদ্দশায় পশ্চিমবঙ্গের একজন খ্যাতিমান লেখক, সমালোচক, নাট্যকার ও অনুবাদক রূপে পরিচিত ছিলেন । ষাট দশকের গোড়া থেকে তিনি ‘শনিবারের চিঠি’র অন্যতম লেখক হয়ে ওঠেন । তাঁর ধারাবাহিক উপন্যাস, প্রবন্ধ, গল্প, নাটক ও পুস্তক পর্যালোচনা তাঁকে এক নতুন ধারার লেখক হিসাবে চিহ্নিত করে। মৌলিক রচনার পাশাপাশি অনুবাদক হিসাবেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন । ফাউস্ট ছাড়াও তাঁর অনূদিত অন্যান্য গ্রন্থগুলি হল: সাহিত্য ও বিজ্ঞান (অলডাস হাক্সলি, ১৯৬৬) বাড়ীউলি (দস্তয়েভস্কি, ১৯৬৮) এবং প্রজাপতি জীবন (ভ্লাদিমির নবোকভ, ১৯৬৯)।