
ভাষার মূল ধ্বনি। ধ্বনিকে প্রকাশ করবার জন্য বর্ণ। বর্ণ শিক্ষার দ্বারাই ভাষার শিক্ষা। আমাদের দেশে বর্ণমালা শিক্ষার বইয়ের অভাব নেই। কিন্তু অধিকাংশ বর্ণমালার বই-ই সুপরিকল্পিত ন্য।শিশুকে প্রতিটি ধ্বনির যথাযথ উচ্চারণ শিক্ষা দেওয়া প্রয়োজন। তাহলে শিশুরা সুন্দর এবং শুদ্ধ উচ্চারণে সক্ষম হবে। এ বইটিতে প্রতিটি বর্ণের সঙ্গে মিষ্টি ছড়া রয়েছে। ছড়াগুলোতে বর্ণের ধ্বনির পুনারাবৃত্তি রয়েছে। ছড়াগুলো বারবার পড়লে ধ্বনির উচ্চারণে শিশুর জিহ্বার জড়তা কেটে যাবে; সেই সঙ্গে উচ্চারণও হবে নির্ভুল। এ ছাড়া ছড়ার প্রথমে প্রতিটি বর্ণ সরাসরি ব্যবহার করে (আ-কার, ই-কার ইত্যাদি যোগ না করে) ছড়াগুলো রচিত হয়েছে।