
By মনজুয়ারা পারভীন (Author)
Publisher(s): The University Press Limited (UPL)   
First Published: 2013 Weight (kg): 0.5
UPL Showroom Price: 360.00 BDT
সত্তরের দশকের শুরুতে পুকুর, নদীনালার পানি পান করার ফলে কলেরা, ডায়রিয়ার মত পানিবাহিত রোগের প্রকোপে বাংলাদেশের সাধারণ জনগণ যখন জর্জরিত, সে সময় দেশি-বিদেশি জনস্বাস্থ্য উপদেষ্টাদের সুপারিশে সরকার সারাদেশে অসংখ্য গভীর নলকূপ স্থাপন করে তার থেকে খাবার পানি পানে দেশের মানুষকে অভ্যস্ত করে তোলেন। কেউ তখন পরীক্ষা করে দেখেননি এই পানিতে ক্ষতিকর কোন খনিজ আছে কিনা। ডায়রিয়া ও কলেরার প্রকোপ ধীরে ধীরে কমে আসে ঠিকই, কিন্তু এই সিদ্ধান্তের প্রায় দুই দশক পর আবিষ্কৃত হয় যে, দেশের অনেক অঞ্চলর নলকূপই আর্সেনিক নামক বিষাক্ত উপাদান দ্বারা দূষিত। ততদিনে দেশের অগণিত মানুষ আর্সেনিক জনিত রোগে মৃত্যুবরণ করেছেন অথবা আক্রান্ত হয়েছেন।
আর্সেনিকের দূষণে ব্যাপকভাবে আক্রান্ত একটি গ্রামের নাম সামটা, এবং মনজুয়ারা পারভীন নিজে একজন আক্রান্ত পল্লীনারী, যিনি এশিয়া আর্সেনিক নেটওয়ার্কে কাজ করার সূত্রে অন্যান্য আর্সেনিক আক্রান্ত পরিবারদের সেবা করবার এবং তাদের দুর্দশা খুব কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছেন। দেশের জনস্বাস্থ্যের ইতিহাসে এই ঘটনা যেমন ট্র্র্যাজিক, মনজুয়ারা পারভীনের সহজিয়া বচনেও উঠে এসেছে সেই মর্মান্তিকতার একটি ক্ষুদ্র অথচ শক্তিশালী চিত্র। এ বইতে আর্সেনিকোসিসের মতো মরণব্যাধিতে আক্রান্ত একটি জনপদের দরিদ্র ও অসহায় মানুষের আর্তনাদ এবং একইসঙ্গে তাদের যন্ত্রণা লাঘবের মরণপণ চেষ্টার বিবরণ রয়েছে। তৃণমূল পর্যায়ের এই অকৃত্রিম কণ্ঠস্বরটি পাঠকসমাজ অবশ্যই চিনে নিতে পারবেন-এই প্রত্যাশা প্রকাশকের।
সূচিপত্র:
ভুমিকা> সামটা, আমি ও আমার পরিবার> চাষাবাদ / খাদ্যভ্যাস / পরিধেয় বস্ত্র / শিক্ষা / টেলিভিশান / নলকূপ / তাবলিগ জামাত / বাজার / ভাইবোন / আমার বিয়ে / আমার মেয়ে।
দ্বিতীয় অধ্যায়> মরণব্যাধি> শওকতের মা / শাহিদার শাশুড়ি / ওসমানের পরিবার / সাত্তারের পরিবার / শামসুরের পরিবার / কিতাব আলী / রেনুর পরিবার / রেজাউলের পরিবার / গোলামের পরিবার / রাব্বানীর পরিবার / লালনের পরিবার / নিপসম (NIPSOM) ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক।
তৃতীয় অধ্যায়> সামটা থেকে তোরোকু> আর্সেনিক দূষণ সম্পর্কিত গবেষণা / রেজাউলের অবস্থার উন্নতি / ইউনিয়ন পরিষদ নির্বাচন / মেডিক্যাল ক্যাম্প / জাপানিদের সাথে বন্ধুত্ব / নিরাপদ পানি সরবারহ / পুষ্টি জরিপ / হাইড্রোজিওলোজিক্যাল জরিপ / জাপান পরিদর্শন / ইয়োকোহামার সেমিনার / সূর্যোদয়ের দেশ জাপান / তোরোকু / হিরোশিমা / টোকিও ডিজনিল্যান্ড।
চতুর্থ অধ্যায়> রোগীদের জন্য সহয়তা> ফুলসুরাতের চিকিৎসা / ইয়ামাগাতা (Yamagata) ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতাল / এলাকাবাসীদের অসহযোগিতা / স্বপ্ন পূরণ / কবিরাজি ওষুধ / বাবার মৃত্যু / বন্যা / এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক অফিস / শার্শা প্রকল্প / পাইপ লাইন।
পঞ্চম অধ্যায়> আর্সেনিক দূষিত আরও কয়েকটি গ্রাম > শ্রীমান্তকাটি / মাজদিয়া গ্রাম / গোপীনাথপুর।
ষষ্ঠ অধ্যায়> ভুলি নাই> ইবাদ আলী / সাবদার আলী / শাহিদা খাতুন / শওকত দফাদার / দাউদ দফাদার / ফুলসুরাত খাতুন / আশরাফুল ইসলাম / রমজান আলী / মোশারফ গাজী / নজরুল ইসলাম / রমিছন বিবি / আব্দুল খালেক / আফসার আলী / ছায়রা খাতুন / রফিকুল ইসলাম / শফিকুল ইসলাম / ছাদের আলী পাড় / শামসুর রাহমান।
সপ্তম অধ্যায়> আশা-নিরাশার দোলায় > রেনু / রেজাউল মোড়ল / আহনাফ তাহমিদা তাম্মী / আর্সেনিক সেন্টার / এএএন কর্মীদের একদিনের কাজের বিবরণ।
This book features in: Academic and Reference Books Sociology Medical Science and Public Health Anthropology Urban and Regional Planning URP