
By জালাল উদ্দীন আহমদ (Author)
Publisher(s): The University Press Limited (UPL)   
First Published: March 2023 No. of Pages: 262 Weight (kg): 0.5
UPL Showroom Price: 540.00 BDT
কঠিন জীবনসংগ্রাম, শিক্ষা ও কর্মজীবন শেষে দারিদ্র্যপীড়িত পটভূমিতে বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ জালাল উদ্দীন আহমদের ‘পাকিস্তানের সেরা প্রধান শিক্ষক’ হিসেবে রাষ্ট্রপতির পুরস্কার পাওয়ার একটি মহাকাব্যিক আখ্যান এই আত্মজীবনী। পুরস্কারটি প্রবর্তিত হওয়ার প্রথম বছরেই তিনি এই মর্যাদা অর্জন করেন। এই আত্মজীবনীতে তিনি স্মরণ করেছেন কীভাবে বৃত্তি পেয়ে ও অন্য মানুষের বাসায় জায়গির (গৃহশিক্ষক) থেকে তিনি স্কুল পর্যায় থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন, এবং বৃত্তি ও নিকটজনদের কাছ থেকে নেওয়া ধারের টাকায় উচ্চশিক্ষার অন্বেষণ করেছিলেন। পেশাগত জীবনেও তাঁকে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে, যখন ক্ষমতাবানেরা তাদের অনুকূলে তাঁকে বিদ্যালয়ের নিয়ম ভাঙতে বলেছিল। প্রধানত বাংলাদেশের দরিদ্র ছাত্রদের শিক্ষিত করার জন্যই তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। প্রধান শিক্ষক জালাল উদ্দীন আহমদ বইটিতে আরও আলোচনা করেছেন কীভাবে ও কীসের ভিত্তিতে তিনি তাঁর শিক্ষণ-দর্শনের চর্চা করতেন, যা তাঁর ছাত্রদের করেছিল দেশের সেরা, এবং তাঁকে এনে দিয়েছিল জাতীয় স্বীকৃতি।
সূচি
অধ্যায় ১ পূর্বপুরুষ, শৈশব ও শিক্ষা
অধ্যায় ২ পেশাদার জীবনের সূচনা এবং বিবাহ
অধ্যায় ৩ দাগনভূঞায় কামাল আতাতুর্ক হাইস্কুল প্রতিষ্ঠা (১৯৩৯-১৯৫১)
অধ্যায় ৪ ফেনী হাইস্কুলে আমার কার্যকাল (১৯৫১-১৯৬৮)
অধ্যায় ৫ পাকিস্তানের সেরা প্রধান শিক্ষকের পুরস্কার (১৯৬৭)
অধ্যায় ৬ ঘটনাবহুল অবসর-জীবন (১৯৬৯-১৯৯২)
অধ্যায় ৭ আমার পরিবার, সন্তান-সন্ততি ও আত্মীয়-স্বজন
This book features in: Academic and Reference Books Biography