
By আহমদ রফিক (Author)
Publisher(s): The University Press Limited (UPL)   
First Published: 2011 No. of Pages: 180 Weight (kg): 0.5
UPL Showroom Price: 300.00 BDT
শিলাইদহ-সাজাদপুর-পতিসরে সাময়িক বসবাসকালে গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্যে অভিভুত নাগরিক কবি রবীন্দ্রনাথ জনজীবনের দুস্থ রুপ দেখে বিচলিত বোধ করেন। নয়া পরিবেশ প্রভাবে অন্য এক রবীন্দ্রনাথের জন্ম-একদিকে সাহিত্য সৃষ্টির অভিনবত্বে, অন্যদিকে স্বনির্ভর পল্লী পুনর্গঠনের আন্তরিক তাগিদে। রোমান্টিক ভাববাদিতার পাশাপাশি জীবনবাদী হৃদয়াবেগের প্রকাশ ঘটে দরিদ্র গ্রামীণ জনশ্রেণীর জন্য। এই নান্দনিক ও জীবনবাদী বাঁকফেরার প্রভাব আমৃত্যু চৈতন্যে লালন করেছেন কবি ও সমাজসেবী রবীন্দ্রনাথ। এ ছাড়াও বিভিন্ন সময়ে তিনি তৎকালীন পূর্ববঙ্গের বিভিন্ন শহর যেমন ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, শ্রীহট্ট, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ সফর করেন। এ উপলক্ষে সেসব স্থানের মানুষের সঙ্গে মতবিনিময় ও চিত্তবিনিময়ও ঘটে, পরিচিত হন তৎকালীন পূর্ববঙ্গের জীবন ও সংস্কৃতির সঙ্গে এবং আন্তরিক শ্রদ্ধাবোধের প্রকাশ ঘটিয়ে। ‘রবীন্দ্রনাথ এই বাংলায়’ বইটিতে বাংলাদেশের পূর্বোক্ত শহর-গ্রামে রবীন্দ্রনাথের যাপিত সময়ের অভিজ্ঞতা ও উপলব্ধি, তার নান্দিনিক সৃষ্টি ও সমাজ উন্নয়ন তৎপরতার সারাৎসার তুলে ধরা হয়েছে। পাঠক এ ক্ষেত্রে দেখতে পাবেন এমন এক রবীন্দ্রনাথকে যিনি একাধারে রোমান্টিক ও বাস্তববাদী, যার নাগরিক সত্তা প্রাকৃত জীবনের তৃষ্ণা মেটাতে উন্মুখ, প্রকৃতির সান্নিধ্যে যিনি জীবনের নতুন তাৎপর্য খুঁজে পান। পাঠকের সঙ্গে এই রবীন্দ্রনাথের পরিচয় ঘটাতেই ‘রবীন্দ্রনাথ এই বাংলায়’ বইটি রচিত এবং প্রকাশিত।
This book features in: Literature and Fiction Essays