
By মুনতাসির মামুন (Author)
Publisher(s): The University Press Limited (UPL)   
First Published: October 2022 No. of Pages: 292 Weight (kg): 0.5
UPL Showroom Price: 595.00 BDT
আলাস্কার ধু-ধু প্রান্তর, জনমানবহীন দুর্গম পথ আর পরিত্যক্ত সব শহর অভিযাত্রীদের জন্য রেখে দিয়েছে রোমাঞ্চ আর দুর্গমকে জয় করার হাতছানি। সাইকেলে বাংলাদেশের পতাকা বেঁধে তিন বন্ধু (দুজন পুরুষ ও একজন নারী) সাড়া দিয়েছিলেন সে আহ্বানে। আলাস্কা থেকে টরোন্টো অভিযানের এই কাহিনি মুগ্ধ করবে পাঠকদের। অনায়াস গদ্যে তিনি বর্ণনা করেছেন এখনো অনেকটাই বুনো রয়ে যাওয়া এই অঞ্চলগুলোর কথা। সেখানে খাবারের লোভে ক্যাম্পের আশেপাশে ঘুরঘুর করে বিশালদেহী হিংস্র গ্রিজলি ভাল্লুক; প্রত্যন্ত গ্রামগুলোতে আমিষের চাহিদা মেটানো হয় মুজ শিকার করে। পাঠক প্রতিটা পাতায় ঘরছাড়া সব মানুষ আর বুনো প্রকৃতির ছোঁয়া পাবেন। ঘাসের মাঝে উবু হয়ে জংলি স্ট্রবেরি খোজা যে মানুষটা সেই গহীন অরণ্যে দুবছর ধরে পায়ে হেঁটে ঘুরছেন, কিংবা জঙ্গল থেকে তুলে আনা শক্তি জোগানো বুনো ব্লুবেরি যে মানুষটি যেচে উপহার দিলেন অভিযাত্রীদের, তাঁদের কাহিনি পড়তে গিয়ে যে-কোনো পাঠকই পৃথিবীর পথে-পথে ছড়িয়ে থাকা এই আপনজনদের সন্ধানে নেমে পড়তে চাইবেন। জনমানবহীন প্রান্তরে এ অভিযানের টুকরো টুকরো সব গল্পে ভালোবাসা, শ্রদ্ধা, বিনয় ও আন্তরিকতার গভীর সব উপলব্ধি আমাদের হবে। সব বয়েসি পাঠকের ভালো লাগার মতো একটি বই পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে আলাস্কা থেকে টরোন্টো।
This book features in: Literature and Fiction Travelogues