এই গ্রন্থের আলোচ্য বিষয় পারমাণবিক বিদ্যুৎ, এটি বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক হলেও প্রায় অনালোচিত। পাকিস্তান আমলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার জন্য রূপপুরে জমি অধিগ্রহণ করা হয়, তখন বিশ্বজুড়ে এই প্রযুক্তির ব্যবহার ছিল উন্নয়ন সাফল্য ও গৌরবের বিষয়। কিন্তু এর প্রায় ৬০ বছর পর যখন এই প্রকল্প আরও বৃহদাকারে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, ততদিনে নানান বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলো ভীতি ও উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার সংকট, প্রকল্পের অতিব্যয়, ঘনবসতিপূর্ণ অঞ্চল ইত্যাদি প্রশ্ন তো আছেই, চেরনোবিল ও ফুকুশিমার কারণে পারমাণবিক বিদ্যুতের বহুমাত্রিক বিপদের ঝুঁকি এবং ভয়ংকর বিপর্যয় দেশে দেশে এর বিরুদ্ধে প্রবল জনমত তৈরি করেছে।
পারমাণবিক বিদ্যুৎ বিষয়ে সর্বজনের অবগতি ও আলোচনার গুরুত্ব অনুভব করে এই গ্রন্থের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের ঋণনির্ভর পরনির্ভর এই প্রকল্পের প্রাসঙ্গিকতা, আর্থিক ও পরিবেশগত দিক, বর্জ্যসহ বিবিধ ঝুঁকি, জননিরাপত্তা ইত্যাদি পরীক্ষা করা হয়েছে। এতে লিখেছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজ বিশ্লেষক, গবেষক। এর মধ্যে কয়েকটি লেখা ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে। লেখকদের মধ্যে আছেন - এম ভি রামানা, আশ্বিননকুমার, জিয়া মিয়া, এ রহমান, কামরুল হায়দার, এম হারুণ উজ জামান, মোশাহিদা সুলতানা, কল্লোল মোস্তফা, মওদুদ রহমান, দেবাশীষ সরকার, মাহবুব রুবাইয়াৎ, আবুল হাসান রুবেল ও সভেতলানা আলেক্সিয়েভিচ। এছাড়া বিশেষজ্ঞদের সংলাপও পরিশিষ্টে সংযোজন করা হয়েছে।
সূচি
ভূমিকা
এক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: একটি অতি পুরাতন ভাবনার দীর্ঘ,
ঝামেলাপূর্ণ, ব্যয়বহুল ও বিপজ্জনক জীবন এবং পরকাল
এম ভি রামানা ও জিয়া মিয়া
দুই: পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ-রাশিয়া আন্তর্জাতিক
সহযোগিতার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ
মোশাহিদা সুলতানা
তিন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বাংলাদেশের সম্ভাব্য ব্ল্যাক হোল ৩৮
এ রহমান
চার: পরমাণু-বিদ্যুৎ: ভাবিয়া করিও কাজ
কামরুল হায়দার ও এম হারুণ উজ জামান
পাঁচ: আশুলিয়া ও সাভার থেকে রূপপুর কত দূর?
এম হারুণ উজ জামান ও কামরুল হায়দার
ছয়: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: আশঙ্কা ও বিপদ
কল্লোল মোস্তফা
সাত: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কতটা ঝুঁকিপূর্ণ?
মওদুদ রহমান ও দেবাশীষ সরকার
আট: ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কতটা নিরাপদ?
এম ভি রামানা ও আশ্বিন কুমার
নয়: নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও ফুকুশিমা অভিজ্ঞতা
দেবাশীষ সরকার
দশ: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং বাংলাদেশ
দেবাশীষ সরকার
এগারো: পরম অমানবিক বিদ্যুৎকেন্দ্র
মাহবুব রুবাইয়াৎ
বারো: আমাদের রায়: পরমাণু-বিদ্যুৎ বিষাক্ত, বিপজ্জনক ও ব্যয়বহুল
পরমাণু-বিদ্যুৎবিরোধী সংগঠন ‘বিয়ন্ড নিউক্লিয়ার’
তেরো: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ সম্পর্কে রোসাটমের ভ্রান্ত প্রচারণার জবাব
মওদুদ রহমান ও দেবাশীষ সরকার
চৌদ্দ: রূপপুর পারমাণবিক প্রকল্প: আমাদের উদ্বেগসমূহ
আবুল হাসান রুবেল
পনেরো: চেরনোবিলের জবানবন্দি
সভেতলানা আলেক্সিয়েভিচ
ষোলো: এইচবিও-র চেরনোবিল মিনি-সিরিজ এবং পারমাণবিক নিরাপত্তা-প্রসঙ্গ
কল্লোল মোস্তফা
পরিশিষ্ট: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: স্বপ্ন ও বাস্তবতা, বিশেষজ্ঞদের গোলটেবিল আলোচনা