যেকোনো যুদ্ধই যুদ্ধাক্রান্ত জনপদের নারীদের জন্য দুঃসহ সময় নিয়ে আসে। উনিশশ একাত্তরের মুক্তিযুদ্ধেও ধর্ষণ, যৌন নির্যাতন ও নিরাপত্তাহীনতা ছিল নারীর জীবনের সবচেয়ে ভয়াবহ বাস্তবতা। কিন্তু মুক্তিযুদ্ধের নয় মাস জুড়ে নিপীড়িত হওয়াই নারীর একমাত্র অভিজ্ঞতা নয়। নারী নিজে হয়েছেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের তাঁরা প্রশিক্ষণ দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, আহত যোদ্ধাদের সেবা দিয়েছেন, নিজের সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন এবং এমন সব ঝুঁকি নিয়েছেন যা স্বাভাবিক সময়ে কল্পনারও অতীত।
প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী নারীর বয়ানে নারীদের একাত্তরে আফসান চৌধুরী হাজির করেছেন যুদ্ধদিনে নারী-জনগোষ্ঠীর অসহনীয় ক্লেশ আর অতুলনীয় সংগ্রামের চিত্র। বইটি দেখায় নারীরা কেমন করে নানাবিধ ভূমিকায় অবতীর্ণ হয়ে অক্লান্তভাবে যুদ্ধকে টিকিয়ে রাখতে লড়াই করে গেছেন। যুদ্ধে নিপীড়িত নারীদের অনেকেই যুদ্ধের পরেও সামাজিক ঘৃণা, বঞ্চনার শিকার হয়েও পর্বতের মতো অটল থেকেছেন, হয়েছেন অপরাজেয়। মুক্তিযুদ্ধে নারীর সংগ্রামের বৈচিত্র্য ও অন্যান্য বহুমাত্রিকতাকে তুলে আনা আফসান চৌধুরী সম্পাদিত নারীদের একাত্তর গ্রন্থটির বিশেষত্ব।
সূচিপত্র
স্বীকৃতি
ভূমিকা
অধ্যায় ১ যোদ্ধা নারী
অধ্যায় ২ সহায়ক নারী
অধ্যায় ৩ সমাজ ও নারী
অধ্যায় ৪ নির্যাতিত নারী
অধ্যায় ৫ শরণার্থী নারী
অধ্যায় ৬ গ্রামে নারীর জীবন
নির্ঘণ্ট