
By মফিদুল হক (Author)
Publisher(s): The University Press Limited (UPL)   
First Published: 2009 No. of Pages: 142 Weight (kg): 0.5
UPL Showroom Price: 220.00 BDT
ষাট বছরেরও আগে পরাধীনতার অবসান ঘটিয়ে উপমহাদেশে স্বাধীনতার সূর্যোদয়ের সঙ্গে ঘটেছিল আরেক তাত্পর্যময় ঘটনা-দেশভাগ বা পার্টিশন। স্বাধীনতা ও দেশভাগকে তারপর থেকে আর আলাদা করে বিচার করা যায়নি, কেননা দেশভাগ কেবল একটি ভৌগোলিক রাষ্ট্রিক বিভাজন-রেখা হয়ে থাকেনি, ভেদচিন্তা ও সংঘাত প্রবিষ্ট হয়েছিল সমাজদেহের অনেক গভীরে, জন্ম দিয়েছিল দাঙ্গা-হানাহানি থেকে শুরু করে বহু ধরনের সামপ্রদায়িক ভাবনা-বিকৃতি। অতীত ইতিহাসের সেই অভিঘাতের নানা রূপবদল ঘটেছে। এর বিপরীতে অব্যাহতভাবে চলেছে সমপ্রীতির বিভিন্ন সাধনা, যেন রাষ্ট্রের বিভাজন মানুষে মানুষে বিভেদ ও বিদ্বেষের জন্ম না দেয়। সংঘাত ও সমপ্রীতির এমনি যে নিরন্তর লড়াই উপমহাদেশ জুড়ে পরিচালিত হচ্ছে তার সামাজিক-সাংস্কৃতিক-শৈল্পিক মাত্রা অধ্যয়ন সর্বদা বিশেষ গুরুত্ব বহন করে। সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসের এই গতিধারার ওপর আলোকপাতের চেষ্টা নেয়া হয়েছে গ্রন্থভুক্ত প্রবন্ধসমূহে, বিভিন্ন সময়ে রচিত হলেও সব মিলিয়ে এক সমগ্রদৃষ্টি এখানে মেলে, যা আমাদের নিয়ে যাবে সমাজসত্যের গভীরে, যাচাই করতে সাহায্য করবে অতীত ইতিহাসকে, সহায়ক হবে সুন্দর আগামীর ব্রতপালনে সমাজের সম্মিলিত প্রয়াসে।
This book features in: Academic and Reference Books Politics and Political Science Bangladesh Liberation War