ISBN: 978 984 506 3203

Cover Type: Hardcover

To avail special price for the residents of Bangladesh, please

register or sign in

জানানা মহফিল: বাঙালি মুসলমান লেখিকাদের নির্বাচিত রচনা ১৯০৪-১৯৩৮

Publisher(s): The University Press Limited (UPL)   

First Published: 1998 No. of Pages: 343 Weight (kg): 1

$17.00

UPL Showroom Price: 800.00 BDT


 
$17.00
Price: $17.00

জানানা মহফিল মুসলমান মেয়েদের অন্তঃপুরের সভা। মেয়েরাই সেখানে সভ্য, মেয়েরাই শিল্পী। বিংশ শতাব্দীর প্রথম তিন-চার দশক ধরে এমনই একটি মহ্ফিল চলেছিল বাঙালি মুসলমান সমাজে। সে সময়কার জানানাবাসীদের মধ্যে দুই বাংলার মানুষ মোটামুটি জানতে পেরেছে বেগম রোকেয়াকে এবং কিছুটা কবি সুফিয়া কামালকে। কিন্তু খায়রন্নেসা, মিসেস এম. রহমান, আখতার মহল সৈয়দা খাতুন বা এম. ফাতেমা খানম তো সবার কাছেই অচেনা। তুলনায় হয়ত বাংলাদেশের মানুষ শামসুননাহার মাহমুদ, ফজিলতুন নেসা, মাহমুদা খাতুন সিদ্দিকা, নূরন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী বা সওগাত পত্রিকার নাম কখনও কখনও শুনেছেন। এই প্রথম সেই অশ্রুত নারীকণ্ঠগুলোকে একসঙ্গে করে শোনার এবং শোনাবার চেষ্টা করা হয়েছে এই সংকলনে।

জানানা মহফিল-এ বাঙালি মুসলমান নারীজাগরণের ইতিহাসের একটি দিক তুলে ধরা হয়েছে মেয়েদের নিজস্ব লেখার মধ্য দিয়ে। কেবল লেখিকাদের প্রবন্ধ, কবিতা, গল্প, উপন্যাস, চিঠিই নয়, এখানে তাঁদের দৈনন্দিন ও পারিপার্শ্বিকেরও একটি ছবি এঁকেছেন সম্পাদিকারা। তাঁরা খুঁজেছেন সেইসব মানুষদের, ঐ লেখিকাদের জীবনের সঙ্গে যাঁদের কোনও না কোনও যোগ ছিল, এবং এখনও আছে। এছাড়া, বিংশ শতাব্দীর গোড়ার সময়টিকে প্রত্যক্ষ করেছেন যাঁরা নিজেদের অভিজ্ঞতা বা বিশ্লেষণ দিয়ে, এমন কয়েকজন বিশেষ মানুষও সম্পাদিকাদের সঙ্গে কথোপকথনের সূত্রে এখানে হাজির হয়েছেন।

এই সংকলনের বিশেষত্ব তার সম্পাদনায়। বিভক্ত বাংলার দুটি খণ্ডের একটিতে এক সম্পাদিকার বাস, অন্যটিতে অন্যজনের। এঁদের বাস্তবতা ভিন্ন, দৃষ্টিভঙ্গি এবং ভাষাও। একইসঙ্গে এঁরা বন্ধু, সহকর্মী। ফলে, জানানা মহ্ফিল-এর পাতায় এঁদের যৌথতা এবং ভিন্নতা দুইই ধরা পড়েছে।
 

 
সূচিপত্র
 
প্রথম সংস্করণের মুখবন্ধ নয়
 
প্রেক্ষাপট পনেরো
 
প্রস্তাবনা ঊনত্রিশ
 
দ্বিতীয় সংস্করণের ভ‚মিকা একচল্লিশ
 
জানানা মহ্ফিল পুনরায়: আমার কৈফিয়ত একানড়ব
নিজস্ব পথের খোঁজে একষট্টি
 
প্রথম পর্ব: জানানা মহ্‌ফিল 
 
১. বেগম রোকেয়ার নারীবাদ ও বাস্তবতা ৩-৪২
পরিচিতি ৩; স্ত্রীজাতির অবনতি ৭; ‘আমাদের অবনতি’ প্রবন্ধের
বর্জিত অনুচ্ছেদ ২০; বোরকা ২১; সৃষ্টিতত্ত¡ ২৭; অবরোধবাসিনী ৩১;
চিঠি ৩৭; তথ্যসূত্র ৪১
 
২. শিক্ষাব্রতী খায়রনেড়বসা ৪৩-৫৪
পরিচিতি ৪৩; আমাদের শিক্ষার অন্তরায় ৪৭;
স্বদেশানুরাগ ৫০; তথ্যসূত্র ৫৪
 
৩. তেজস্বিনী মিসেস এম. রহমান ৫৫-৭২
পরিচিতি ৫৫; বাড়বানল ৫৯; সদনুষ্ঠান ৬২; শান্তি ও শক্তি ৬৪;
আমাদের স্বরূপ ৬৫; আমাদের দাবী ৬৯; তথ্যসূত্র ৭২
 
৪. ছোটগল্পকার এম. ফাতেমা খানম ৭৩-১০২
পরিচিতি ৭৩; চামেলী ৭৭; সাগর-সংযোগ ৮০; দিদারুলের
সাহিত্য-প্রতিভা ৯৩; ফাতেমা খানম: আবুল ফজল ৯৪; তথ্যসূত্র ১০১
 
৫. ঔপন্যাসিক নূরনেড়বছা খাতুন বিদ্যাবিনোদিনী ১০৩-১২৮
পরিচিতি ১০৩; বিধিলিপি ১০৭; বঙ্গীয় মোসলেম মহিলা সঙ্ঘ:
সভানেত্রীর অভিভাষণ ১২২; তথ্যসূত্র ১২৮
 
৬. আখতার মহল সৈয়দা খাতুনের অন্তঃপুরের চিত্র ১২৯-১৭৬
পরিচিতি ১২৯; নিয়ন্ত্রিতা ১৩৩; ‘নিয়ন্ত্রিতা’:
আবুল ফজল ১৭৩; তথ্যসূত্র ১৭৪
 
জানানা মহ্‌ফিল 
 
৭. উচ্চাভিলাষী ফজিলতুন নেসা ১৭৭-১৯০
পরিচিতি ১৭৭; মুসলিম নারী-শিক্ষার প্রয়োজনীয়তা ১৮০;
মুসলিম নারীর মুক্তি ১৮৬; তথ্যসূত্র ১৮৯
 
৮. মাহমুদা খাতুন সিদ্দিকা: অবাধ স্বাধীন নারী ১৯১-২০৪
পরিচিতি ১৯১; স্বপড়ব ১৯৪; মিলন-গীতি ১৯৫;
যামিনীর শেষ যাম ১৯৫; সাহিত্য ও আর্ট ১৯৬;
পল্লীর প্রতি নারীর কর্ত্তব্য ১৯৮; প্রম চা খাওয়া ১৯৯;
বর্ত্তমানে নারীর কর্ত্তব্য ২০২; তথ্যসূত্র ২০৩
 
৯. রাজিয়া খাতুন চৌধুরাণী: অসমাপ্ত শিল্পীজীবন ২০৫-২২৬
পরিচিতি ২০৫; সমাজে ও গৃহে নারীর স্থান ২০৯;
মুসলিম মহিলার সাহিত্য সাধনা ২১২; শ্রমিক ২১৪;
চিঠি ২২০; তথ্যসূত্র ২২৫
 
১০. শামসুননাহার মাহমুদ: রোকেয়ার মানসকন্যা ও জীবনীকার ২২৭-২৫৪
পরিচিতি ২২৭; রোকেয়া-জীবনী (শেষাংশ) ২৩১; তথ্যসূত্র ২৫২
 
১১. সুফিয়া কামাল: কবি ও নারী নেত্রী ২৫৫-২৮২
পরিচিতি ২৫৫; সাঁঝের মায়া ২৫৮; উপেক্ষিতা ২৫৯;
নিবেদন ২৬০; বিজয়িনী ২৬০; চিঠি ২৮০; তথ্যসূত্র ২৮১
 
দ্বিতীয় পর্ব: মোলাকাত
 
১. নারীজাগরণের দিশারী মোহাম্মদ নাসিরুদ্দীন ২৮৫-২৯০
২. সুফিয়া কামাল: রোকেয়া যুগের শেষ প্রতিনিধি ২৯১-২৯৮
৩. নাসিরুদ্দীন কন্যা নূরজাহান বেগম ২৯৯-৩০৮
৪. হামিদা খানম: উচ্চশিক্ষার প্রম যুগ ৩০৯-৩১৮
৫. সৈয়দ মুস্তাফা সিরাজের সমাজ-দর্শন ৩১৯-৩৩২
 
পরিশিষ্ট: সফিয়া খাতুন বি.এ. ৩৩৩
 
গ্রন্থপঞ্জী ৩৩৭
 
নির্ঘণ্ট ৩৪৩

 

This book features in: Literature and Fiction Essays

Related Titles

Contact Us

The University Press Limited 74/B/1, Green Road RH Home Center 2nd Floor, Suit# 224-239 Farmgate, Dhaka-1215.(Next to Asia Pacific University, Opposite Green Supermarket).
Helpline (+8802) 44815288 (+8802) 44815289
Fax (+8802) 57160710