
By মহিউদ্দিন আহমেদ (Editor)
Publisher(s): The University Press Limited (UPL)   
First Published: 2001 No. of Pages: 263 Weight (kg): 0.5
UPL Showroom Price: 235.00 BDT
বাংলাদেশের সাহিত্যের ধারাবাহিক অগ্রগতি ও দেশের সীমানা পেরিয়ে বৃহত্তর পরিমণ্ডলে সমাদৃত। সৃজনশীলতা ও মননশীলতা আমাদের সাহিত্য-সম্ভারকে প্রতিনিয়ত পুষ্ট করে চলেছে। সাহিত্যে আমাদের যে সামগ্রিক অর্জন তা মূল্যায়নের জন্য সাহিত্য সংকলনের ধারাবাহিক যে প্রকাশনা থাকা দরকার, বোধ করি আমাদের দেশে সে কাজটি হয়ে উঠছে না। এই অভাববোধ থেকেই ইউপিএল-এর পক্ষ থেকে কবিতা,ছোটগল্প ও প্রবন্ধ – সাহিত্যের গুরুত্বপূর্ণ এই তিন শাখায় বর্ষভিত্তিক সংকলন প্রকাশের উদ্যোগ নেয়। প্রকাশনাগুলি হল: ইউপিএল নির্বাচিত বাংলাদেশের কবিতা, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের প্রবন্ধ। এই সংকলনের প্রবন্ধগুলি ২০০০ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের প্রায় সকল সংবাদপত্রের সাহিত্য-সাময়িকীর পাতা, বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের বিশেষ সংখ্যা, সাহিত্যপত্র, লিটল ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধ থেকে নির্বাচনের মাধ্যমে সংগৃহীত। প্রবন্ধ নির্বাচনকালে কোনো বিশেষ প্রবন্ধকার - তিনি প্রবীণ কিংবা তরুণ, খ্যাত কিংবা অখ্যাত - এ সকল বিষয় নির্বাচকদের বিবেচ্য ছিল না। বিবেচ্য ছিল রচিত প্রবন্ধটি। বিষয়বস্তু, বক্তব্য, উপস্থাপনা ও ভাষাশৈলী - কেবল এসবই প্রবন্ধ নির্বাচনের মানদণ্ড হিসাবে অনুসৃত হয়েছে। তবে মৌলিক চিন্তা অথবা নতুন ধরনের বক্তব্য রয়েছে, এমন প্রবন্ধকেই অগ্রাধিকার দেয়া হয়েছে। একই বিষয়ে একাধিক প্রবন্ধ রাখা হয়নি। আমাদের বিশ্বাস, এই সংকলনে বাংলাদেশের সাহিত্যচর্চায় প্রতিফলিত সৃজনশীলতা ও মননশীলতার সমসাময়িক রেখাচিত্র উঠে এসেছে।
This book features in: Literature and Fiction Essays