
By আখতারুজ্জামান ইলিয়াস (Author)
Publisher(s): The University Press Limited (UPL)   
First Published: 1976 No. of Pages: 105 Weight (kg): 0.5
UPL Showroom Price: 100.00 BDT
অন্য ঘরে অন্য স্বর তীরের মতো ঋজু,ধানীলংকার মতো বদমেজাজী এবং পরনারীর মতো আকর্ষণীয়। এই বইয়ের গদ্য শুকনো, খটখটে প্রায় সবটাই ডাঙা, ডাঙার উপরে কচি নরম সবুজ গাছপালা জন্মেছে এমনও মনে হয় না। কোথাও একটু দয়া নেই, জল দাড়ায় না- বাস্তব ঠিক যেম্নটি, তেমনি আঁকা, ক্যামেরাও এর চেয়ে নিঁখুত ছবি তুলতে পারে না। শ্মশানের মরা পুড়িয়ে চণ্ডালের যে অবস্থা ইলিয়াসেরও তাই। সবক'টি চশমা খুলে বসে আছে অথচ আমাদের সাহিত্যে চশমারও অন্ত নেই- কোঁৎ কোঁৎ আবেগের চশ্মা, ধর্মের সম্প্রদায়ের রঙিন চশমা কত আছে। ইলিয়াসের খোলা চোখের দৃষ্টি সমকালীনতার মূলটুকু দেখে নেয়, দাঁত নখ সবই বাজপাখির মতো তড়িঘড়ি ও সোজাসুজি, আর সেইটুকুই তিনি লিখতে বসে যান। এই জন্যেই তাঁর লেখায় হাবাগঙ্গারামদের প্রেম নেই। দাম্পত্য জীবন, প্রেম প্রীতি, পিতৃভক্তি, বাৎসল্য ইত্যাদির উপরে তিনি যেন বাজ ফেলেছেন।
This book features in: Literature and Fiction Short Stories