Filters

খালেদা এদিব চৌধুরী

প্রখ্যাত কবি ও কথাশিল্পী খালেদা এদিব চৌধুরী কুমিল্লা জেলার পয়ালগাছা গ্রামের প্রসিদ্ধ চৌধুরী পরিবারে ১৯৩৯ সালের ৩রা জুলাই জন্মগ্রহণ করেন। উদার, প্রগতিশীল, অসাম্প্রদায়িক খাঁটি বাঙালি বাবা মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্বামী আনোয়ারুল হক বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসরগ্রহণ করেন। খালেদা এদিব চৌধুরী এক পুত্র ও দু কন্যা সন্তানের জননী। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করেছেন, পরে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তারও পরে তথ্য মন্ত্রণালয়ে কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। দীর্ঘদিন সম্পাদনা করেছেন কিশোর পত্রিকা 'নবারুণ' এবং পরে 'সচিত্র বাংলাদেশ' পত্রিকা। ‘অতলান্তিক' নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪৪ টি, তার কয়েকটির নাম এখানে উল্লেখ করা হলো । কাব্যগ্রন্থ: তোমার অনঙ্গ, আমার দাহ আমার হাত, পান্থ তোমার ভালোবাসা। কিশোরগ্রন্থ: মুক্তিযুদ্ধের কিশোর গল্প, স্পার্টাকাস, বঙ্গবন্ধু শেখ মুজিব এক সমুদ্রজীবন, পতাকা আমার স্বাধীনতা।উপন্যাস: পোড়া মাটির গন্ধ, অন্য এক নির্বাসন, অনন্ত মধ্যাহ্ন রাত, অগ্নি যাহা করেনি দাহ। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, কবি জসিম উদ্দিন পরিষদ সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার । ব্যক্তিগত জীবনে সদালাপী ও কোমল স্বভাবের খালেদা এদিব চৌধুরী জাতীয় কবিতা পরিষদ, ঢাকা অফিসার্স ক্লাব, বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি, ঢাকা লেডিস ক্লাবসহ কয়েকটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।