Filters

ভূঁইয়া ইকবাল

ভূঁইয়া ইকবাল জন্ম ভোলায়, ২২শে নভেম্বর ১৯৪৬ সালে। মৃত্যু ২২শে জুলাই, ২০২১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ (সম্মান) এবং এমএ। ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট। কর্মজীবনের সূচনা তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকায়। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন, অবসরগ্রহণ করেন ২০১২ সালে। তাঁর প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের একগুচ্ছ পত্র, আবুল কালাম শামসুদ্দীন, আনোয়ার পাশা, শশাঙ্কমোহন সেন, রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ এবং রবীন্দ্রনাথ: তাঁর চিঠি, তাঁকে চিঠি। সম্পাদনা করেছেন মানিক বন্দোপাধ্যায়, Selections from the Mussalaman (১৯০৬-১৯০৮), নির্বাচিত রচনা: আবদুল করিম সাহিত্য বিশারদ, নজরুলের কবিতা: বাজেয়াপ্তির জন্য অনুবাদ, নির্জনতা থেকে জনারণ্যে: শামসুর রাহমান, সমাজ ও সংস্কৃতি, পূর্ববঙ্গে বক্তৃতা ১৮৯২-১৯২৬: রবীন্দ্রনাথ ঠাকুর, প্রতিবাদের ভাষা : একুশের সংকলন থেকে কিছু লেখা, পূর্বলেখ (৩ খণ্ড) এবং বক্তব্য (১২ খণ্ড) সহ নানা গুরুত্বপূর্ণ গ্রন্থ ও সাময়িকপত্র। পেয়েছেন বাংলাদেশ লেখক শিবিরের হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার (১৯৭৫) এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৪)।


Books of the Author