Filters

কামাল চৌধুরী

কামাল চৌধুরীর জন্ম ২৮ জানুয়ারি ১৯৫৭ সালে, মাঘের শীতার্ত দিনে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে। সমাজবিজ্ঞানে মাস্টার্স ও নৃবিজ্ঞানে পিএইচডি করেছেন। কবিতা লিখছেন সত্তরের দশক থেকে। বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কবিদের অন্যতম। প্রথম কবিতাগ্রন্থ মিছিলের সমান বয়সী প্রকাশিত হয় ১৯৮১ সালে। কবিতা, গদ্য, সম্পাদনা, গবেষণা, ও কিশোর কবিতাসহ ইতোমধ্যে প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় ত্রিশ। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন কবি কামাল চৌধুরী। ২০১১ সালে অর্জন করেছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’। এছাড়া রুদ্র পদক, সৌহার্দ্য সম্মাননা, পশ্চিমবঙ্গ, কবিতালাপ সাহিত্য পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত। শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এবং ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেছেন। মুজিববর্ষের থিম সং ‘তুমি বাংলার ধ্রুবতারা’-র রচয়িতা তিনি। পেশাগত জীবনে ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা। অবসর গ্রহণের পূর্বে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ইউনেস্কোর নির্বাহী বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।