Filters

পি. এম. সফিকুল ইসলাম

পি. এম. সফিকুল ইসলাম, জন্ম ১৯৫৮ সালের আগস্ট মাসের ২২ তারিখে, বাংলা ৫ ভাদ্র, ১৩৬৫ বঙ্গাব্দ রাজশাহী জেলার বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামে। বাবা মরহুম ফসির উদ্দিন স্কুলশিক্ষক ও সমাজকর্মী এবং মা আছিয়া বেগম গৃহিণী ছিলেন। স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই প্রতিষ্ঠিত এবং রাজশাহীতে কর্মরত। ১৯৮০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে অনার্স (পরীক্ষা ১৯৮১) ও ১৯৮১ সালে এম.এ. (পরীক্ষা ১৯৮৩) পাশ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি তিরিশ বছর অধ্যাপনা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে ভাষাবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। থিসিসের শিরোনাম “রাজশাহীর উপভাষা”। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় বাংলা বিভাগের সভাপতি ও ডীনের (১৯৯১-১৯৯৮) দায়িত্ব পালন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন। পি. এম. সফিকুল ইসলাম ভাষাবিজ্ঞানের পাশাপাশি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে আগ্রহী। এ বিষয়ে তিনি বিভিন্ন সময় কুষ্টিয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন। এ যাবত পনেরটি গবেষণা প্রবন্ধ, দশটি সম্পাদিত গ্রন্থ এবং তিনটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলা উপন্যাস তাঁর প্রিয় বিষয়। মায়াবী মতিহার নামে তাঁর লেখা একটি উপন্যাস প্রকাশের পথে।