Filters

সায়কা আমীন

সায়কা আমীন-এর জন্ম ১৯৭৩ সালের ২৫ এপ্রিল, ঢাকায়। তিনি গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয় থেকে বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্পে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। লেখিকা বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত শিশু শিল্পী হিসেবে এবং তৎকালীন সুকান্ত একাডেমির পক্ষে মঞ্চে অভিনয় করতেন। বরাবরই সৃজনশীল কাজের প্রতি তাঁর দুর্বলতা রয়েছে। জীবন সঙ্গী ডা. ফজল রেজা-র শিক্ষাসূত্রে জাপানে এবং কর্মসূত্রে মালয়েশিয়াতে অবস্থানকালে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশী খাবার এবং সংস্কৃতির সাথে এই দুই দেশের মানুষকে পরিচয় করিয়ে দিতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। একইভাবে শিখেছেন তাদের রান্না এবং সংস্কৃতি সম্পর্কে। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। লেখিকার দুই পুত্র সন্তানের নাম তাসিন এবং আদিয়ান।